আমাদের বৈশিষ্ট্য

            সামাজিক অবস্থার সার্বিক রূপান্তর করতে হলে যে বাংলার মুসলমানের চাই নৈতিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক শিক্ষা। চাই জ্ঞানের জগতে প্রবেশের আমুল্য চাবিকাঠি – এই কথাটি বুঝেই একদিন পথ চলা শুরু করেছিল আল আমীন শামসুন একাডেমি। আজ রাজ্যে জুড়ে বেশ কয়েকটি জেলায় সমভাবাপন্ন মানুষদের নিয়ে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান একই ভাবনা নিয়ে এই পথে এগিয়ে চলেছে।

             কিন্তু এগিয়ে চলার শেষ নেই কেননা রাজ্যে র প্রা য় আ ড়া ই কোটি মুসলমান জনজীবন সর্বত্র পৌঁছানোর সাধ্য নেই আল আমীন শামসুন একাডেমির যদিও লক্ষ সেটাই। সবার উন্নতি না হলে কেউ কেউ পিছিয়ে পরে থাকলে, সমাজের সর্বাঙ্গীন মঙ্গল সাধন হয় না। তাই সবার কাছে , প্রতিটি পশ্চাদপদ মানুষের কাছে শিক্ষার আলো নিয়ে যাওয়াই - আল আমীন শামসুন একাডেমির ব্রত।

            সমাজের সর্বস্তরের মঙ্গল সাধনাই নিজের মঙ্গল সাধনের পথকে সুগম করে। আল আমীন শামসুন একাডেমি জন্মলগ্ন থেকেই এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। আর জন্মলগ্ন থেকেই পেয়েছে বাংলার সর্বস্তরের মানুষের সহযোগিতা। দীন – দরিদ্র – ধনী নির্বিশেষে সবার সহযোগিতা একাডেমী পাবে এবং আগামি দিনগুলোতেও আল আমীন শামসুন একাডেমি তার লক্ষে অটুট থাকবে – এমন বিশ্বাসের আদান প্রদানের মাধ্যমেই আসুন আমরা সবাই এগিয়ে চলি।

আদর্শ শিক্ষা

আমরা মনে করি মানুষের আর্থিক, সামাজিক, সাংকৃতিক ও স্বাস্থ্য আদর্শ শিক্ষা সচেতনার ক্ষেত্রে পিছিয়ে থাকের বড় কারণ শিক্ষার াআভব । সেই শিক্ষাই  আদর্শ শিক্ষা, যে শিক্ষা মূল্য বোধের মোড়কে এক্তি সুন্দর মন  তৈরীতে সাহায্য করে, যে শিক্ষা ইতিবাচক দৃষ্টিভঙ্গী তৈরিতে সাহায্য করে, যে শিক্ষা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করে প্রয়জনে শিক্ষা পদ্ধতি জার দ্বারা আমাদের প্রগতি সম্ভব ।
বাংলা আমাদের মাতৃভাষা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ইংরাজীতে দুর্বল হওয়ায় আভিভাবকগন ছেলেমেয়েদের ইংরাজি মাধ্যামে লেখাপড়া শেখাতে আগ্রাহী । কিন্তু শুরুতে বাংলা মাধ্যমে লেখা পড়া করা শিশুদের জন্য সহজ ও বোধগম্য । যেহেতু ইংরাজী আন্তজাতিক ভাষা এবং উচ্চ শিক্ষার জন্য অপরিহার্য তাই ইংরাজীতে পারদর্শী হওয়া একান্ত জরুরী । প্রকৃতপক্ষে সঠিক পরিকল্পনার মাধ্যামে নিয়মিত আনুশীলন করলে মাতৃভাষা, ইংরাজী, গনিত ও বিজ্ঞানে আদারশা লাভ করা সম্ভব । তাই এখানে পাঠ পরিকল্পনাকে আধিকতর গুরুত্ত্ব দিয়ে সাজানো হয়েছে । যাতে বাংলা মাধ্যমে পড়েও ছাত্রছাত্রীরা ইংরাজীতে সাবলীল হতে পারে । আপনার সন্তানের সুন্দর ভবিসাত গড়ার স্বপ্ন আপনার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কিছু দায়িত্ব পালনের আন্তরিক ইচ্ছা আমাদের ।০.

 

prayer

বিগত দিনে যে সমস্ত কাজ হয়েছে

  • একাডেমীর ৪র্থ শ্রেণী উতিরন্ন ছাত্র ছাত্রী সরকারী ও বেসরকারী আবাসিক স্কুলে পঠন পাঠনে ব্রত ।
  • শিশুদের যাতায়াতের জন্য স্কুল ভ্যান রিক্সার ব্যবস্থা আছে । ।
  • পানীয় জলের জ্যন্য যোগ্য শ্যালর ব্যবস্থা ।
  • স্থায়ী শৌচাগারের ব্যবস্থা ।
  • সহি শুদ্ধ কোরান পাঠের প্রশিক্ষণ ।
  • এলাকার মানুষের প্রয়োজনে রক্তদান শিবিরের ব্যবস্থা ।
  • অগ্নি নিবারণের ব্যবস্থা ।
  • জেনেরটরের ব্যবস্থা ।


 

প্লে-হাউস

একটি তিন বছরের কম বয়সের শিশু মায়ের কল আর পরিবার পরিজন অর্থাৎ নিজের বাড়ির পরিবেশ পরিচিতি হওয়ার পরে বিদ্যালয় অভিমুখী করিবার জন্য শিশুর হিসাবে খেলার ছলে ধাপে ধাপে মূল পঠন পাঠনে খাপ খাওয়ানো বা অভ্যস্ত করিবার এক্তি উল্লেখযোগ্য অধ্যায় ‘প্লেহাউস’ এর মাধ্যমে শিক্ষা দেওয়া ।
নার্সারি ক্লাসের পূর্বে প্লেহাউস এর মাধ্যমে পড়াশুনা শিক্ষাবিদগণের মতামত অনুযায়ী এক সময় উপযোগী গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হইয়াছে ।

ভর্তি হওয়ার সময় শিশুর বার্থ সার্টিফিকেট এবং হেলথ সার্টিফিকেট -এর জেরক্স কপি আনা প্রয়োজন ।

ভরতির সয়ম- ২ বৎসর ৪ মাসের  উর্ধে ।

একাডেমীর তথ্য

বিগত ১০ বৎসর যাবত শিশু ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে (নারসারি থেকে ছাতুরথ শ্রেণী পর্যন্ত ) বাংলা মাধ্যামে ইংরাজি আদাব কায়দায় আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষা পরিষেবা দেবার উদ্দেশেয আমরা নিয়জিত ।ডে মর্নিং বিভাগের পাশাপাশি নব সং যোজন ডে বোর্ডিং এবং হোস্টেল পদ্ধতিতে সাফদেয় বল্য । ডে বোর্ডিং অর্ধ আবাসিক এর পঠন পাঠনের সময় সকাল ৮-৩০ মিঃ থেকে সন্ধ্যা ৬-৩০ মিনিট । এই পদ্ধতিতে শিশুকে সকাল ও বিকালে প্রাইভেত টিউশনসহ দুপুর ও বিকালে আহারাদি দেয়্যা হয় ।